Search This Blog

Sunday, 24 February 2013

গোলাম আযম: মামলা, কোরআন অবমাননার অভিযোগ

জামাতে ইসলামির আমির গোলাম আযমের বিরুদ্ধে ১৯৯৪ সালে রংপুরে মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি করেছিলেন রংপুরের একজন সাংবাদিক। মামলার অভিযোগে বলা হয়েছিল, "গোলাম আযম তার রচিত বই 'আদম সৃষ্টির হাকিকত'-এর ২৮ পৃষ্ঠায় বলেছেন, 'সুরা আল বাকারার প্রথম চারটি রুকু গোটা কোরআনের শুরুতে দেওয়া খুব জরুরি ছিল'।...

তিনি আরও বলেছেন, 'সুরা আল বাকারার ৪র্থ রুকুটির প্রচলিত ভুল ব্যাখ্যার কারণে মুসলমানদের মধ্যে ইসলাম একটি অনুষ্ঠানসর্বস্ব ধর্ম হিসাবে পরিচিত হয়েছে'।
ওই পুস্তকের ২৬ পৃষ্ঠায় এক জায়গায় গোলাম আযম আরো বলেছেন, 'এ রুকুর ভুল ব্যাখ্যা ইসলামকে বিকৃত করেছে'।"
(ভোরের কাগজ, ৮/৮/১৯৯৪)

No comments: